বাংলাদেশ মেডিকেল ফিজিক্স সোসাইটি’-র নেতৃত্বে আখতারুজ্জামান ও জোবায়রুল

প্রকাশিতঃ 5:20 pm | December 11, 2021

গবি সংবাদদাতা, কালের আলো:

ক্যান্সার চিকিৎসা ও রোগ নির্ণয়ে চিকিৎসকের পাশাপাশি চিকিৎসা পদার্থবিদদের ভূমিকা অপরিহার্য। উন্নত দেশগুলোতে নতুন এ পেশায় নিয়োজিত বিজ্ঞানিরা গুরুত্বপূর্ণ জনবল হিসেবে কাজ করলেও উন্নয়নশীল দেশগুলোতে এ ধারণা চূড়ান্ত হয়নি।

এই লক্ষে বাংলাদেশে মেডিকেল ফিজিসিস্টদের সংগঠন হিসেবে কাজ করে যাওয়া বাংলাদেশ মেডিকেল ফিজিক্স সোসাইটি (BMPS)-এর নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. মোঃ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ জোবায়রুল ইসলাম ।

শুক্রবারের (১০ ডিসেম্বর) ইউনাইটেড ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে 21st Asia Oceania Congress of Medical Physics (AOCMP-2021) এর বিশেষ অনুষ্ঠান শেষে BMPS এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ডঃ গোলাম আবু জাকারিয়া ২০২১-২০২৩ সেশনের নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষনা করেন। যার সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হন মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ সাজন হোসেন, কোষাধ্যক্ষ হিসাবে পুনঃনির্বাচিত হন সাদিয়া আফরিন সারা, যুগ্ম সম্পাদক হিসেবে মোঃ শহিদুল ইসলাম মিয়া। অন্যান্য সদস্যরা হলেন ক্যাপ্টেন মোঃ খাইরুল ইসলাম, জিনাত রেহানা, মোঃ নাজমুল ইসলাম, মোখলেছুর রহমান, পলাশ চন্দ্র সরকার এবং রোকাইয়া আক্তার।

সভায় উপস্থিত ছিলেন BMPS এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডঃ হাসিন অনুপমা আজহারী, বিদায়ী সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, বিদায়ী সহ-সভাপতি সাফায়েত জামান সহ সংগঠনটির সকল সকল সদস্যরা। সভা শেষে বিদায়ী সদস্যরা নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

প্রসঙ্গত, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসা পদার্থবিদের প্রয়োজন ও জনবল তৈরির ধারণা সৃষ্টি ও কার্যক্রম বাস্তবায়নে এবং ক্যান্সার চিকিৎসার উন্নয়নের লক্ষে ‘বাংলাদেশ মেডিকেল ফিজিক্স সোসাইটি (বি এম পি এস) ২০০৯ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে আসছে। যাতে করে বাংলাদেশের মানুষ ক্যান্সার চিকিৎসা ও এতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচিত হতে পারে।

কালের আলো/টিআরকে/এসআইএল