তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 6:23 pm | December 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন এবং তার নামে একটি উদ্যান উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রোববার (১২ ডিসেম্বর) ভোরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এসব অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামও অংশ নেবেন।

তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে ড. মোমেনের বৈঠক হতে পারে। সফর শেষে তিনি আগামী ১৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

প্রসঙ্গত, এর আগে গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ভবন উদ্বোধনের জন্য তুরস্কে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

কালের আলো/টিআরকে/এসআইএল