এক নজরে সব খবর
প্রকাশিতঃ 8:45 pm | December 10, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
১. দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বিশ্বের ‘আদর্শ দেশ’ হিসেবে সুনাম-সুখ্যাতি রয়েছে বাংলাদেশের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্যপুষ্ট ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র গৌরবময় ৫০ বছর পূর্তিও ইতোমধ্যেই উদযাপন করেছে দেশটি। ‘সিপিপি’-এর আওতায় নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকরা সমানভাবে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
২. রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আসন্ন শিল্পবিপ্লবের প্রস্তুতি হিসেবে দক্ষতার ব্যবধান কমিয়ে আনার জন্য দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
৩. ইভ্যালি কাণ্ডে গ্রাহকের দায়েরকৃত মামলায় তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারেন জানিয়েছে পুলিশ।
৪. মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী।
৫. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের সাফল্য প্রশংসিত হচ্ছে। মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। রোহিঙ্গাদের নিরাপত্তাসহ নিজ দেশে প্রত্যাবর্তনের লক্ষে বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ত করে প্রচেষ্টা চালানো হচ্ছে।
৬. তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন।
৭. দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে টি-টোয়েন্টি ও টেস্টে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে কিউইদের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে মামুনুলরা।
৮. আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ এনে কণ্ঠ শিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৯. জেমকন ভিক্টরি ডে গলফ টুর্ণামেন্ট উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ।
১০. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করাই বিএনপির উদ্দেশ্য।
১১. দেশের খ্যাতিনামা কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১২. রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর স্বামীবাগের একটি বাসায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে পুঁজি করে আটক ব্যক্তিরা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা করে আসছিল।
১৩. পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে শুক্রবার (১০ ডিসেম্বর) জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৪. নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ট্রাকচাপায় রিকশাযাত্রী বাবা ও তার কিশোরি মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রিকশাটির চালক। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ এর চালককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৫. দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৭ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জনে।
১৬. বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম হওয়া আসপিয়া ইসলাম কাজলকে (১৯) সরকারি জমিতে ঘর নির্মাণ ও চাকরির ব্যবস্থা করে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
১৭. বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রসার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রতি যে মানবিকতা প্রদর্শন করা হয়েছে, সেটির জন্য বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল।
১৮. অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সবাই ভ্যাট দিতে চায়। কিন্তু আইনি প্রক্রিয়া জটিল থাকায় অনেকেই ভ্যাট দিতে পারছে না। এ জন্য আইনকে সহজ করতে হবে। ভ্যাটের প্রয়োজনীয় ফরমগুলোকে সিম্পলিফাই করে ক্রেতার কাছে নিয়ে গেলে তারা নিজেরাই এগিয়ে আসবে।
১৯. বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী সহিংসতা প্রতিরোধে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি সকল ক্ষেত্রে নারী সম্পৃক্ততা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন।
২০. রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধিদল। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কালের আলো/টিআরকে/এসআইএল