না.গঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত, আহত ১

প্রকাশিতঃ 4:44 pm | December 10, 2021

কালের আলো সংবাদদাতা:

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ট্রাকচাপায় রিকশাযাত্রী বাবা ও তার কিশোরি মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রিকশাটির চালক। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ এর চালককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ (৪৫) ও তার মেয়ে বেলী (১৬)।

প্রত্যক্ষর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়া এলাকা থেকে রিকশায় চড়ে বাবা-মেয়ে পঞ্চবটির দিকে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের রিকশার সামনে ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যান। তখন ট্রাকটির চাকা তাদের মাথার ওপর উঠে যায়। ওই সময় চালক ট্রাক রেখে পালানোর চেষ্টা করলে তাকে ধরে পুলিশের কাছে দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

নিহতদের পরিবারের বারত দিয়ে তিনি জানান, গত ৩ ডিসেম্বর আমেরিকা থেকে দেশে ফিরে বেলী তার খালায় বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার একটি অনুষ্ঠানে যেতে মেয়েকে নিয়ে আসতে যান বাবা আলতাব। সেথানে থেকে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

কালের আলো/টিআরকে/এসআইএল