রিমান্ড শেষে রাজশাহীর মেয়র আব্বাস কারাগারে

প্রকাশিতঃ 6:27 pm | December 09, 2021

কালের আলো সংবাদদাতা:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বোয়ালিয়া মডেল থানা থেকে মেয়র আব্বাসকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়।

এদিকে, রিমান্ডে মেয়র আব্বাস আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার অন্যতম সহযোগী দুলালকে বুধবার রাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, রিমান্ডে আব্বাস আলীকে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে তার ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতের নির্দেশে ভাইরাল হওয়া বক্তব্য আব্বাসের কিনা তার সত্যতা যাচাইয়ের জন্য রিমান্ডে থাকাকালে আব্বাসের কণ্ঠ রেকর্ড করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর দুপুরে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সংকর কুমার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মেয়র আব্বাসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মোমিন বোয়ালিয়া মডেল থানায় মেয়র আব্বাসের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। গত ১ ডিসেম্বর রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেল থেকে মেয়র আব্বাসকে গ্রেফতার করে র‌্যাব।

কালের আলো/টিআরকে/এসআইএল