খালে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
প্রকাশিতঃ 3:27 pm | December 09, 2021

কালের আলো সংবাদদাতা:
চট্টগ্রামের ষোলশহর চশমা খালে পড়ে নিখোঁজের তিন দিন পর শিশু কামালের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে মির্জা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একপর্যায়ে মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (৬ ডিসেম্বর) ষোলশহরের চাঁন্দগাও সার্কেলের ভূমি অফিসের সামনের খালে শিশু কামাল নিখোঁজ হয়। তবে ঘটনার পরদিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি জানাজানি হয়। এরপর সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। টানা তিনদিন অভিযানের পর আজ বেলা ১২টার দিকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ৩০ জুন নগরের ২ নম্বর গেটে মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা নালায় পড়ে যায়। এ ঘটনায় মারা যান অটোরিকশায় থাকা খদিজা বেগম ও চালক সুলতান।
কালের আলো/টিআরকে/এসআইএল