‘খালেদার বিদেশে চিকিৎসার সুযোগ দেখা হচ্ছে, শিগগির সিদ্ধান্ত’

প্রকাশিতঃ 10:01 pm | December 08, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীরা যেসব সুপারিশ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ আবাসিক কার্যালয়ে বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় যে দরখাস্ত একবার নিষ্পত্তিকৃত হয়ে থাকে, সেই দরখাস্তকে আবার পুনরুজ্জীবিত করার কোনো স্কোপ (সুযোগ) নাই; তার এই আইনি ব্যাখ্যাই সঠিক।

তিনি বলেন, বিএনপির ১৫ জন আইনজীবী দেখা করে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে এই উপমহাদেশের কোনো আদালতের কোনো নজির আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো তা শেষ হয়নি, প্রায় শেষ প্রান্তে। কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত পাওয়া যাবে।

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, ‘আবরার ফাহাদ একজন মেধাবী ছাত্র ছিলেন। তাঁকে ঘিরে তাঁর পরিবারের অনেক স্বপ্ন ছিলো। তাঁকে রাতভর নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনা গোটা দেশের মানুষের মনে আঘাত করেছে। মানুষ স্তব্ধ হয়ে পড়েছিল। এ হত্যা মামলার দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় মানুষের মাঝে স্বস্তি আসবে। আমরা বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই, এ রায় তারই প্রমাণ।

তিনি আরও বলেন, উচ্চ আদালতেও এ মামলার রায় দ্রুত যাতে নিষ্পত্তি হয়, রাষ্ট্রপক্ষ সেজন্য সব ধরনের উদ্যোগ নেবে। আমরা আশা করছি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিষয়ে আনিসুল হক বলেন, ডা. মুরাদের আচরণে দেশের সমগ্র মানুষ ক্ষুব্ধ হয়েছেন। আমিও তার আচরণে ক্ষুব্ধ হয়েছি। আওয়ামী লীগের জেলা কমিটি তার দলীয় সদস্যপদ বাতিলের সুপারিশ করেছে। কেন্দ্র এখন তার বিষয়ে সিদ্ধান্ত নেবে। দল তাকে বহিষ্কার করল তখন তার সংসদ সদস্য পদ থাকা বা না থাকার বিষয়ে আলোচনা হবে।

কালের আলো/টিআরকে/এসআইএল