প্রয়াত বিপিন রাওয়াত, শোকাচ্ছন্ন সোশ্যাল মিডিয়া

প্রকাশিতঃ 9:41 pm | December 08, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক নিহত হয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস বা প্রতিরক্ষাপ্রধান) প্রধান বিপিন রাওয়াত।

স্থানীয় সময় বুধবার (০৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতকে বহনকারী সেনা হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত আর স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

এদিকে স্বাধীন ভারতের সামরিক ইতিহাসে সশস্ত্র বাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুতে সমগ্র ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

তার এই হঠাৎ মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডা, ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালসহ অন্যরা টুইটারে শোক প্রকাশ করেছেন।

নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্য কর্মীদের হারিয়েছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিপিন রাওয়াতের মৃত্যুকে শোক জানিয়ে টুইটারে লিখেছেন, জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এটা দুঃখজনক ঘটনা। আমাদের সহানুভূতি এই কঠিন সময়ে তাদের পরিবারের সঙ্গে রয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্যও আন্তরিক সমবেদনা। সমগ্র ভারত এই ঘটনায় শোকাভিভূত।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লিখেছেন, তামিলনাড়ুতে আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর ১১ সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তার অকাল মৃত্যু আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, জেনারেল বিপিন রাওয়াতের এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ভারতের প্রথম চিফ ডিফেন্স স্টাফ ছিলেন। কুন্নুরে যে হেলিকপ্টারটি আজ ভেঙে পড়েছে সেখানেই ছিলেন তিনি। তাঁর অসাধারণ কেরিয়ার, কীর্তি সারা দেশ মনে রাখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, আজ দেশের জন্য খুবই দুর্দিন। আজ আমরা আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফকে হারিয়েছি এক মর্মান্তিক দুর্ঘটনায়। মাতৃভূমিকে তিনি প্রাণ দিয়ে ভালবেসেছেন, সেবা করেছেন। দেশের সাহসী সেনাপ্রধান ছিলেন তিনি। তাঁর অবদান ভাষায় বলা যাবে না। আমি গভীরভাবে শোকাহত।

কালের আলো/এসবি/এমএম