ময়মনসিংহ শহর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ গ্রেফতার
প্রকাশিতঃ 5:20 pm | October 30, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নাশকতার মামলায় ময়মনসিংহ শহর বিএনপির সাধারণ সম্পাদক, অধ্যাপক শেখ আমজাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় একটি মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, খালেদা জিয়ার রায়কে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর নতুন বাজারস্থ হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি নতুন বাজারের পায়রা চত্বরের সামনে আসলে শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় অন্যান্য নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অধ্যাপক শেখ আমজাদ নাশকতার একটি মামলার আসামি ছিলেন। আজ মিছিল করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
কালের আলো/ওএইচ