শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে আমি উন্মুখ : মোদী

প্রকাশিতঃ 1:02 pm | December 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ ও ভারত ‘মৈত্রী দিবস’ উপলক্ষে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৬ ডিসেম্বর) টুইটার বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথা জানান।

টুইটে তিনি লিখেন, ‘আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বকে স্মরণ ও উদযাপন করছি।’

‘আমাদের বন্ধনকে আরও বিস্তৃত ও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে আমি উন্মুখ।’

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

কালের আলো/পিএসকে/এমএম