নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ১৬ জানুয়ারি
প্রকাশিতঃ 7:42 pm | November 30, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর, এবং ভোট গ্রহণ ১৬ জানুয়ারি।
এদিন টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন হয় এবং করপোরেশনের প্রথম মিটিং হয় ৮ ফেব্রুয়ারি। সে হিসেবে এটির মেয়াদ শেষ হবে আগামী ৭ ফেব্রয়ারি।
কালের আলো/টিআরকে/এসআইএল