তাইজুলের ঘূর্ণিতে কাঁপছে পাকিস্তান, লিডের আশা বাংলাদেশের

প্রকাশিতঃ 1:50 pm | November 28, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের কোনো উইকেট না হারানো পাকিস্তান তৃতীয় দিনে টাইগার স্পিনার তাইজুল ইসলামের বলে রীতিমতো কাঁপছে। আজ প্রায় দেড় সেশনের মতো ব্যাট করে আট উইকেট হারিয়েছে সফরকারীরা। এর মধ্যে পাঁচটি উইকেটই পেয়েছেন তাইজুল। আর তাতেই লিডের আশা করছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২৪০ রান। এখন শূন্যরানে নোমান আলি এবং ৮ রানে ফাহিম আশরাফ অপরাজিত রয়েছেন।

তাইজুল ইসলামের পর পাকিস্তানের উইকেটে ছোবল দেন মেহেদী হাসান মিরাজ। বিদায় করেন তিনি বাবর আজমকে। বোল্ড হয়ে ফেরার আগে পাকিস্তানের এ ক্যাপ্টেন করেন ১০ রান। পরে ৮ রান করা ফাওয়াদ আলমকে আউট করেছেন তাইজুল ইসলাম।

তার আগে আব্দুল্লাহ শফিক ফিফটি নিয়েই সন্তুষ্ট থাকেন। পাননি সেঞ্চুরির দেখা। ভুল করেননি আবিদ আলী। চমৎকার এক সেঞ্চুরি ছিনিয়ে নিয়েছেন এ ওপেনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক।

দ্বিতীয় দিন কোনো উইকেট পায়নি বাংলাদেশ। তৃতীয় দিনের সকালেই পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে জোড়া আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। টানা দুই বলে বিদায় করে দিয়েছেন আব্দুল্লাহ শফিক ও আজহার আলীকে।

১৬৬ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের দাপুটে এক ইনিংস খেলে ফিরে গেছেন শফিক। আর গোল্ডেন ডাক মেরেছেন ওয়ান ডাউনে নামা আজহার আলী। দুজনেই তাইজুলের স্পিন জাদুতে এলবিডব্লিউর শিকার হয়েছেন।

তাইজুলের পাঁচ উইকেটের সঙ্গে একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।

কালের আলো/টিআরকে/এসআইএল