সেঞ্চুরির আগেই সাজঘরে ফিরলেন মুশফিক
প্রকাশিতঃ 11:22 am | November 27, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে দিনের শুরুতে লিটন, ইয়াসিরের পর মুশফিকুর রহিমের উইকেট হারায় স্বাগতিকরা।
প্রথম দিনে সাদা পোশাকে অভিষেক সেঞ্চুরি হাঁকানো লিটন দাশ এদিন দ্বিতীয় ওভারেই ফিরে যান। হাসান আলীর বলে এলবির আবেদন উঠলে আম্পায়ার সম্মতি দেননি। তবে রিভিউ করে ঠিকই লিটনের বিদায় নিশ্চিত করে পাকিস্তান। ডানহাতি এই ব্যাটার ২৩৩ বল খেলে ১১টি চার ও একটি ছক্কায় ১১৪ রানে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে লিটন ও মুশফিক ৪২৫ বলে ২০৬ রান তোলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯৪ রান। এখন খেলছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এর আগে লিটন দাস ১১৪ ও অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি আউট হয়েছেন ৪ রান করে।
কালের আলো/এসবি/এমএম