গোপালগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিতঃ 2:42 pm | November 25, 2021

কালের আলো সংবাদদাতা:
গোপালগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকচালক জাহিদুল ইসলাম বাবু (১৬) হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চন গ্রামের বাবুল ফকিরের ছেলে খালিদ ফকির, অনিচ ফকিরের ছেলে মো. বিপুল ফকির, শুকুর মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক মোল্লা, জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মো. খলিল শেখের ছেলে মো. হাসান শেখ ও নড়াইল জেলার লোহাগড়া চাচাই গ্রামের উপজেলার মো. খোকন মোল্লার ছেলে মো. ফসিয়ার মোল্লা। আসামিদের সবাই পলাতক।
২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা সদরের কাঁচাবাজার এলাকা থেকে ইজিবাইক চালক জাহিদুলকে একদল লোক ভাড়া করে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ থাকেন। ওই বছরের ২ অক্টোবর কাশিয়ানীর গোপালপুর গ্রামের ভুলবাড়িয়া ব্রিজের কাছ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত জাহিদুলের পিতা সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে চার্জশিটে আরও ৩ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট ৫ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
কালের আলো/টিআরকে/এসআইএল