মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের ঢাকা ত্যাগ, বিদায় জানালেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 7:56 pm | November 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বাংলাদেশে তিনদিনের সরকারি সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার ( ২৪ নভেম্বর) সন্ধ্যায় মালের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম আন্তরিক বিদায় জানান।
কালের আলো/টিআরকে/এসআইএল