সহপাঠীর মৃত্যুতে নটর ডেম শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিতঃ 4:54 pm | November 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৪ নভেম্বর) নটরডেম কলেজের শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল বের করে গুলিস্তানের জিরো পয়েন্ট মোড় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন বলেন, পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। জড়িত চালককে আটক করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে জড়িত চালককে আটক করেছি। চালকের নাম রাসেল। মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।
এর আগে, রাজধানীর গুলিস্তানের গোলচত্ত্বরে হল মার্কেটের সামনে বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী ঈম হাসান (১৭) মৃত্যু হয়।
পরে পথচারীরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম নাঈম হাসান (১৭)। সে কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ও চালক মো. রাসেলকে (২৭) আটক করেছে পল্টন থানা পুলিশ।
কালের আলো/টিআরকে/এসআইএল