মহাখালীর দুর্ঘটনায় আহত যুবক সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছেলে

প্রকাশিতঃ 1:14 pm | November 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীর মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হওয়ার দুর্ঘটনায় আহত যুবকের পরিচয় জানা গেছে। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের ছেলে ইশরাক আহমেদ।

রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক আনিসুর রহমান মঙ্গলবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, ভোর পাঁচটার দিকে একটি গাড়ি মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে উড়ালসড়কের পিলারে ধাক্কা খায়। গাড়ির আরোহীদের মধ্যে উমার আয়মান (২০) ও ফাহিম আহমাদ রায়হান (২০) মারা গেছেন। নিহত উমার আয়মানের বাবা কর্নেল (অব.) ফারুক আহমেদ। ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ।

একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় আহত ইশরাক আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে। ইশরাক আহমেদ এখন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

কালের আলো/এসবি/এমএম