কার্যালয়ে ঢুকে কাউন্সিলরকে গুলি, অবস্থা আশঙ্কজনক
প্রকাশিতঃ 8:03 pm | November 22, 2021

কালের আলো সংবাদদাতা:
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলের কার্যালয়ে ঢুকে বৃষ্টির মতো গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে তিনিসহ ৯জন গুলিবিদ্ধ হয়েছেন। কাউন্সিলর সোহেলের অবস্থা আশংকাজনক।
সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার পাথুরিয়াপাড়ার নিজের ঠিকাদারি কাজ পরিচালনার অফিসে এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেল (২৮) ও হরিপদ সাহাসহ (৬০) আরো আটজন। তাদের মধ্যে হরিপদর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা অন্তত ১০জন দুর্বৃত্ত তার কার্যালয়ে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে কাউন্সিলর সোহেলের মাথাসহ বিভিন্ন স্থানে গুলি লাগে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় আরো অন্তত ৫ জন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, গুলিবিদ্ধ সকলকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা ঘটনাটি নিয়ে কাজ শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।
কালের আলো/টিআরকে/এসআইএল