বেপরোয়া প্রাইভেটকার চালিয়ে রিকশায় ধাক্কা, চালক আটক

প্রকাশিতঃ 3:25 pm | November 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

রাজধানীর বেইলি রোডে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রিকশা গুঁড়িয়ে দেওয়া সেই প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

রোববার (২১ নভেম্বর) ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভাইরাল ভিডিওটি তেজগাঁও বিভাগের নজরে আসে। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসারকে প্রাইভেটকার চালককে শনাক্ত করে আটকের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল এলাকা থেকে প্রাইভেটকারটি হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।

তিনি আরও বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহায়তায় আলমডাঙ্গা হাট বোয়ালিয়া নতুন বাজার এলাকা থেকে সেই প্রাইভেটকার চালক তাসকিনকে আটক করে ডিএমপির তেজগাঁও বিভাগ।

শুক্রবার (১৯ নভেম্বর) বেইলি রোডে বেপরোয়া গতিতে চলা তাসকিনের প্রাইভেটকারের ধাক্কায় একটি রিকশা গুঁড়িয়ে যায়। এতে রিকশাচালক, আরোহী বাবা ও তার কোলের শিশু আহত হয়।

ওই কিশোরের বাসা রাজধানীর মগবাজারে। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র। গত শুক্রবার বেইলি রোডে বেপরোয়া প্রাইভেটকারে রিকশা গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বেপরোয়া গতিতে ছুটে আসা প্রাইভেটকারের ধাক্কায় মুহূর্তে গুঁড়িয়ে যায় রিকশাটি। এ সময় রিকশার যাত্রী ফখরুল হাসানের কোলে থাকা তার শিশুসন্তান ছিটকে পড়লে তার পা ভেঙে যায়। হাত ভেঙেছে ফখরুলেরও। আহত হন রিকশাচালকও।

ঘটনাস্থলের পাশে থানা পুলিশের একটি গাড়ি ছিল। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ও বেপরোয়া গাড়িটিকে ধরারও চেষ্টা করে। তবে চালক তাদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

কালের আলো/টিআরকে/এসআইএল