নড়াইলে হত্যায় একই পরিবারের একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
প্রকাশিতঃ 2:18 pm | November 21, 2021

কালের আলো সংবাদদাতা:
নড়াইলে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একই পরিবারের একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে আদালত। এছাড়া আলমগীর নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নড়াইলের কালিনগর গ্রামের ছায়েন উদ্দিনের ছেলে আলমগীর ভূঁইয়া (৫০)। এদিকে, বয়োবৃদ্ধ বাবা ছায়েন উদ্দিন ভূঁইয়াসহ (১০১ বছর) তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়াও অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সঙ্গে আসামিপক্ষের বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়। শালিসের পর ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশি অস্ত্র ধারালো গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করে।
দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত এ রায় দেন। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এবং বাকিদের ইতোপূর্বের হাজতকালীন সাজার মেয়াদ বাদে তারা বাকি সাজা ভোগ করবেন বলে রায়ে উল্লেখ করেন।
কালের আলো/টিআরকে/এসআইএল