মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছর কারাদণ্ড

প্রকাশিতঃ 3:57 pm | November 12, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

ড্যানি ফেনস্টার নামের এক মার্কিন সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত। ড্যানি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ নামের একটি স্থানীয় অনলাইন ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘন, বেআইনি কর্মকাণ্ড এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করায় সাংবাদিক ফেনস্টারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

চলতি সপ্তাহে ড্যানির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবিরোধী আইনে নতুন দুইটি মামলা হয়েছে। এই দুই মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। চলতি মাসের ১৬ তারিখ মামলা দুইটির বিচারকাজ শুরু হবে।

জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও জিম্মি সংশ্লিষ্ট আলোচনাকারী বিল রিচার্ডসন মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হল্যাংইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাতের কয়েকদিন পরই নতুন দুটি অভিযোগ আনা হয় ড্যানির বিরুদ্ধে। ড্যানি মিয়ানমারের রেঙ্গুনভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’-এর ব্যবস্থাপনা সম্পাদক।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে মিয়ানমারের জান্তা সরকার। এর পর থেকেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যহত রয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল