বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
প্রকাশিতঃ 5:40 pm | November 03, 2021

কালের আলো সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) বিকেলে ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে নিহত দুইজনের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন, সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ হোসেন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আসকর ও আরিফ ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
কানাইঘাট থানার মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহতদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনে বিজিবিকে জানানো হয়েছে। দুই বাংলাদেশির লাশ ভারত সীমান্তের ওপারে রয়েছে।
নিহত দুজনের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে বলে বিজিবির একটি সূত্র জানিয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল