উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে নিহত ৭

প্রকাশিতঃ 10:18 am | October 22, 2021

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজারের উখিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই সংঘর্ষ ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (২২ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) শিহাব কায়সার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, আজিজুল হক, মো. ইব্রাহিম, মো. আমিন, মো. ইদ্রিস, হাফেজ নুর হালিম, মৌলভী হামিদুল্লাহ ও নূর কায়সার।

এ ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালের আলো/এসবি/এমএম