ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

প্রকাশিতঃ 4:05 pm | October 16, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৭ জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছায়। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত লোকজনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছেন।

কালের আলো/এসবি/এমএম