চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি
প্রকাশিতঃ 9:47 am | October 21, 2018
খেলা ডেস্ক, কালের আলো:
বার্সেলোনার সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বুধবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ, এল ক্লাসিকো পরের রোববার। এই দুই ম্যাচে লিওনেল মেসিকে নিয়ে শঙ্কায় পড়ল কাতালান জায়ান্টরা।
শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মেসি। ১৭ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাসকেসের কাছ থেকে বল কাড়তে গিয়ে মাটিতে পড়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। হাতের ব্যথায় কুঁকড়ে যেতে দেখা গেছে তাকে। চিকিৎসকদের সহায়তায় মাঠের বাইরে প্রাথমিক চিকিৎসা নিতে যান তিনি।
কিন্তু অবস্থার উন্নতি হয়নি। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আর মাঠে নামতে পারেননি মেসি। তার বদলি হয়ে মাঠে নামেন উসমান দেম্বেলে।
ইনজুরিতে পড়ার আগে দুটি গোলেই অবদান ছিল মেসির। ২ মিনিটে ফিলিপ্পে কৌতিনিয়োকে দিয়ে গোল করান। তারপর ১২ মিনিটে লুই সুয়ারেসের লম্বা পাস থেকে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন বার্সা অধিনায়ক। গোল ডটকম
কালের আলো/ওএইচ