পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো এক বছর
প্রকাশিতঃ 1:12 pm | September 28, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
পৃথক পাঁচটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এর মধ্যে ঢাকায় করা তিনটি, নড়াইল ও কুমিল্লায় করা একটি করে মামলায় এই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার তিনটি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন।
কুমিল্লায় নাশকতার অভিযোগে করা মামলায় গতকাল সোমবার বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও মোহাম্মদ কামরুজ্জামান মামুন।
কালের আলো/আরএস/এমএইচএস