ময়মনসিংহে ডিবির অভিযানে ৬ ডাকাত গ্রেপ্তার
প্রকাশিতঃ 9:13 pm | September 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের মো. আনিস (৫৮), ঢাকার মিরপুরের মো. আ. লতিফ (৪২), টাঙ্গাইলের সখিপুরের মো. হানিফ (৫০), সিরাজগঞ্জের মো. আমিনুল ইসলাম (২০), নীলফামারীর মো. আলতাফ হোসেন (৩৫) এবং ময়মনসিংহের মো. আতিকুল ইসলাম (২৮)।
মো. শফিকুল ইসলাম জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ত্রিশাল থানার গুজিয়াম চৌরাস্তায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছয়টি দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কালের আলো/আরএস/এমএইচএস