কক্সবাজারে সোয়া ৪ লাখ ইয়াবাসহ ট্রলার জব্দ, আটক ৫

প্রকাশিতঃ 3:43 pm | September 24, 2021

কালের আলো সংবাদদাতা:

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী ট্রলারটি জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১৫।

আটক ব্যক্তিরা হলেন, রশিদ উল্লাহ, আমানত, মো. করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর প্রায় আধাঘণ্টা ধাওয়া করে আটক করা হয় ট্রলারটি জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর অধিনায়ক আজিম আহমেদ জানান, গোপন সূত্রে তারা খবর পান সমুদ্রপথে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে। এরপর গত এক সপ্তাহ ধরে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‌্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়। সোর্সের দেয়া তথ্য অনুযায়ী ট্রলারটি শনাক্ত করা হয়। ট্রলারটি জব্দ করার পর সেখান থেকে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/আরএস/এমএইচএস