করোনায় আইভরি কোস্টের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

প্রকাশিতঃ 3:50 pm | September 12, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সাবেক প্রধানমন্ত্রী চার্লেস কোনান ব্যানি।

প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে রোববার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চার্লেসের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানা ওয়াত্তারা। চার্লেসকে ‘ভাই ও বন্ধু’ আখ্যা দিয়ে এক টুইটবার্তায় তিনি লিখেছেন— তিনি ছিলেন রাষ্ট্রের একজন মহান সেবক।

আইভরি কোস্টের আরেক সাবেক প্রধানমন্ত্রী গিলাম সরো শোক প্রকাশ করে বলেছেন— দেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের সম্পর্কে আমার ধারণাই পাল্টে দিয়েছিলেন চার্লেস।

কালের আলো/টিআরকে/এসআইএল