রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৭

প্রকাশিতঃ 1:39 pm | September 11, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইফতেখায়রুল ইসলাম বলেন, অভিযানে ৫৭ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৪০ পিস ইয়াবা, ৩৫৫ গ্রাম ও ১৩৪ পুরিয়া হেরোইন, তিন কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কালের আলো/আরএস/এমএইচএস