আশুলিয়ায় ১৯ দোকানে ডাকাতি, ৩০০ ভরি স্বর্ণ লুট
প্রকাশিতঃ 2:19 pm | September 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড় থেকে ২০০ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল।
সোমবার (৬ সেপ্টম্বর) আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বংশী নদীর তীরবর্তী আশুলিয়ার নয়ারহাট বাজারে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানমালিক গৌরাঙ্গ বলেন, রাত ১-২টার দিকে তিনটি ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ৭০-৮০ জন ডাকাত বাজারে প্রবেশ করেন। এসময় তাদের হাতে বন্ধুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল।
তারা সিকিউরিটি গার্ড ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করে। ভয়ে সিকিউরিটি গার্ড ও দোকানের কর্মচারীরা চিৎকারও করতে পারেনি। ডাকাতরা একে একে ১৯টি দোকান থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুট করে আবার নৌকা দিয়ে চলে গেছে বলেন তিনি।
পুলিশ জানায়, বংশী নদীর তীরে আশুলিয়ার নয়ারহাটে স্বর্ণের ১৮টিসহ মোট ১৯টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৌপথে এসে ওই বাজারে লুট করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানতে চাইলে ঢাকা জেলার (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালের আলো/আরএস/এমএইচএস