কুমিল্লার ধরলা ব্রীজে দর্শনার্থীদের হয়রানি, ব্যবস্থা নিলো পুলিশ
প্রকাশিতঃ 10:05 pm | September 03, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
কুঁড়িগ্রাম জেলার সদর থানার ধরলা ব্রিজ ও বাঁধ এলাকায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে মূল্যবান জিনিস ও টাকা ছিনিয়ে নিচ্ছিল স্থানীয় কিছু বখাটে। এমনকি সেখানে ইভটিজিং ও দলবেঁধে হয়রানির মতো ঘটনাও ঘটছিল। বিষয়টি পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগকে জানানো হলে অভিযুক্তদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুঁড়িগ্রাম জেলার সদর থানা ধরলা ব্রীজ ও বাঁধ এলাকায় স্থানীয় কিছু যুবক ও বখাটে ঘুরতে আসা দর্শনার্থীদের জিম্মি করে টাকাপয়সা ও সর্বস্ব লুট করে নেয়। সেখানে টহল পুলিশ থাকলেও তারা চোখের আড়াল হলেই সরব হয় এই বখাটেরা। জেলার একজন সচেতন নাগরিকের কাছ থেকে এমন অভিযোগ আসে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের ফেসবুক পেজে।
অভিযোগ পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স কুঁড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ারকে নির্দেশনা দেওয়া হয় নেপথ্যের নায়কদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পাশাপাশি টহলের সংখ্যা ও পুলিশের দৃশ্যমানতা বাড়াতেও বলা হয়।
এছাড়া বাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের হটলাইন নম্বরসহ সতর্কতা বিজ্ঞপ্তি সম্বলিত সাইনবোর্ড দৃশ্যমানভাবে স্থাপন করতে বলা হয়।
নির্দেশনা পেয়ে ছিনতাইকারী বখাটেদের নিয়ন্ত্রণকারী ও স্থানীয় মাদক ব্যবসায়ী নুরুল আমিনকে গ্রেপ্তার করে কুঁড়িগ্রাম সদর থানা পুলিশ। তিনি বাঁধে বেড়াতে আসা দর্শনার্থীদের হয়রানি করাসহ নানাপ্রকার অপরাধমূলক কাজে জড়িত বলে জানা যায়। এ ধরনের অপরাধে যুক্ত অন্যদেরও খুঁজে আইনের আওতায় আনতে তৎপর রয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, নির্দেশনা অনুযায়ী বাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে সতর্কতা বিজ্ঞপ্তি ও জরুরি যোগাযোগের নম্বরসহ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বাড়ানো হয়েছে টহলের সংখ্যা। ঘটনাস্থলে বিট পুলিশিং সেন্টার স্থাপন করা হয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট। কুঁড়িগ্রাম জেলার এসপি সৈয়দা জান্নাত আরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ সার্বিক বিষয় তদারকি করে সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করেছেন।
কালের আলো/ডিআরবি/এমএম