রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ জন

প্রকাশিতঃ 3:28 pm | September 03, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীর বিভিন্ন এলাকায় আভিযান চালিয়ে ১৫৮৬১ পিস ইয়াবাসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬১ গ্রাম ৯২ পুরিয়া হেরোইন, ৯৩০ গ্রাম গাঁজা, ২৮ টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৫,৮৬১ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা করা হয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস