রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

প্রকাশিতঃ 12:49 pm | August 26, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী এসব অভিযান চালানো হয়।

ডিএমপি জানায়, অভিযানে ৪ হাজার ৯০৯টি ইয়াবা, ১৯৩ গ্রাম হেরোইন ও ৭ কেজি ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিএমপি।

কালের আলো/আরএস/এমএইচএস