পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিবে জাতীয় পার্টি

প্রকাশিতঃ 4:47 pm | October 14, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি থাকলেও ভবিষ্যত রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে যাবে সেদিকে তাকিয়ে আছে হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে কি না সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

কারণ হিসেবে দলটি বলছে নির্বাচনের আগে আরো অনেক চমকই আসবে। পরিস্থিতি কখন কোনদিকে মোড় নেয় সেটি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। সে হিসেবে বর্তমান প্রেক্ষাপটে ৩০০ আসনের প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত সেটাই যে হবে এমন কোনো কথা নেই।

রোববার (১৪ অক্টোবর) দলটির বনানী কার্যালয়ে সম্মিলিত জোটের ব্যানারে (৩৪ দলীয়) মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আগামী ২০ অক্টোবর সকাল দশটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে অনেক মেরুকরণ শুরু হয়েছে। সামনে দিনগুলোতে আরও হবে। সেক্ষেত্রে জাতীয় পার্টি নতুন কোনো চমক নিয়ে আসবে- এ বিষয়টি নিশ্চিত। তবে রাজনৈতিক কৌশল এবং পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে এখনই সে চমকের বিষয়টি উন্মোচন করা যাচ্ছে না।’

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলুসহ সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের সঙ্গে থেকেও জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছে এমন দাবি করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমরা দেশে হানাহানির রাজনীতি চাইনি বলেই সরকারের সঙ্গে থেকেছি। তবে ভুলে গেলে চলবে না যে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে যে ভূমিকা রাখার কথা সেটি দায়িত্বের সঙ্গে পালন করেছে।’

আগামী নির্বাচনে সরকারের সঙ্গে থেকে নির্বাচন করবে কি না এমন প্রশ্নে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের কথা বলে আসছে। এছাড়া একটি বৃহত্তর ঐক্যও গঠন করেছে। পরিস্থিতিই বলে দেবে তখন আমরা কী সিদ্ধান্ত নেব। গণতান্ত্রিক রাজনীতিতে যে কোনো দল যে কোনোদিকে যেতে পারে। কেউ যদি আমাদের সঙ্গে আসতে চায় তবে সে পথও খোলা রয়েছে।’

বিএনপিকে ড. কামালের জাতীয় ঐক্য প্রসঙ্গে জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘রাজনীতি মানুষের সাংবিধানিক অধিকার। তাদের বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে পারি আমরাও একটা নতুন চমক দিতে পারব। অপেক্ষা করুন সময়ই বলে দেবে কী সে চমক।’

কালের আলো/পিএম

Print Friendly, PDF & Email