‘রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এ ধরনের বর্বরোচিত প্রতিহিংসা নয়’

প্রকাশিতঃ 6:43 pm | October 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণেই ২১ আগস্টের মত মর্মান্তিক হত্যাকাণ্ডের আজ বিচার হয়েছে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এ ধরনের বর্বরোচিত প্রতিহিংসা নয়। জজ মিয়ার মত নিরীহ লোকজনকে আসামি বানিয়ে বিচার প্রক্রিয়া নসাৎ করার যে নীল নকশা করা হয়েছিল, শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপের কারণে তা শেষপর্যন্ত বিচারে রূপ নিয়েছে।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা শহরের আড়াইশ’ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভাড়া করা নেতা দিয়ে সংগঠন চলে না। বিএনপি-জামায়াতেরই আজ পুষ্টি দরকার।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক নেতাদের অনুরোধ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুয়ায়ী আপনাদের জুনিয়র চিকিৎসকরা উপজেলার হাসপাতালগুলোতে ঠিকমত চিকিৎসা প্রদান বা দায়িত্ব পালন করে কি-না, সে বিষয়টি গুরত্ব সহকারে পর্যবেক্ষণ করুন।

কর্মশালায় সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ কাজী শামিম হোসেনের সভাপতিত্বে জাতীয় পুষ্টি কার্যক্রমের মহাপরিচালক মো. শাহনেওয়াজ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বক্তৃতা করেন।

এ সময় জেলা চেম্বার প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সিরাজুল ইসলাম খান, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. জহুরুল হক রাজা, হাসপাতালের তত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা, ডিডিএলজি আবু নূর মো. শামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ উপপরিচালক আরশেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email