শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 5:57 pm | August 09, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ আগের ম্যাচে হারায় অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে শেষ ম্যাচটি জয়ে রাঙানোর সুযোগ স্বাগতিকদের সামনে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। আর শামীম হোসেনের জায়গায় এসেছেন মোসাদ্দেক হোসেন। তবে বাজে ফর্মের পরও জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার।

পাঁচ ম্যাচ সিরিজে টানা তিন জয়ে সিরিজ নিজের করে নেয় বাংলাদেশ। চতুর্থ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। যদিও সফরে নিজেদের প্রথম জয় পেতে ঘামই ঝরেছে তাদের।

বাংলাদেশকে ১০৪ রানে আটকে দিয়েও রান তাড়ায় ১৯ ওভার লেগেছে অসিদের। হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। টাইগারদের এই লড়াকু মনোভাব আজকের ম্যাচেও বজায় থাকলে সফরকারী দলের জয় পাওয়া কঠিন হবে।

এদিকে অস্ট্রেলিয়া দলেও দুই পরিবর্তন ঘটেছে। জশ হ্যাজলউড ও অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে ফিরেছেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।

বাংলাদেশ একাদশঃ সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ: অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, মোয়েসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।

কালের আলো/টিআরকে/এসআইএল