নিখোঁজ কলেজ শিক্ষকের মরদেহের অংশ উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রকাশিতঃ 2:00 pm | August 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সাভারে ১৯ দিন ধরে নিখোঁজ কলেজ শিক্ষকের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের কিছু অংশ এখনো উদ্ধার করা হয়নি। সেটি উদ্ধারে বেশ কয়েকটি স্থানে অভিযান চলছে।
নিহত মিন্টু চন্দ্র বর্মন রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে। এঘটনায় তাঁর পরিবার একটি জিডি করেন।
র্যাব জানায়, এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব।
কালের আলো/টিআরকে/এসআইএল