যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব, খেলা হচ্ছে না শেষ ম্যাচ

প্রকাশিতঃ 10:11 pm | August 08, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। সোমবার (৯ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় সাকিবের সার্ভিস পাবে না বাংলাদেশ দল।

সিরিজের প্রথম তিন খেলায় জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। চতুর্থ খেলায় সান্তনার জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া।

আগামীকাল সোমবার (৯ আগস্ট) শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

শনিবার চতুর্থ ম্যাচে ১০৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ হেরে যায় ৩ উইকেটে।

কালের আলো/টিআরকে/এসআইএল