আইসিসির মাস সেরার দৌড়ে সাকিব

প্রকাশিতঃ 5:29 pm | August 08, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌঁড়ে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। এ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব।

এর আগে গত মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মাস সেরা খেলোয়াড় নির্বাচন করার ক্ষেত্রে রয়েছে সমর্থকদের ভোট দেওয়ার সুযোগ।

আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

জুলাইয়ে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে ছিল। যেখানে একমাত্র টেস্টে বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নেন সাকিব। পরে ওয়ানডেতে এক ম্যাচে ৫ উইকেটসহ মোট ৮ উইকেট পান তিনি। এ ছাড়া ব্যাট হাতে ৯৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন তিনি।

কালের আলো/টিআরকে/এসআইএল