অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

প্রকাশিতঃ 9:43 pm | August 07, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

ছোট লক্ষ্য গড়েও বোলারদের দারুণ নৈপুণ্যতায় অস্ট্রেলিয়ার ভিত নাড়িয়েছে বাংলাদেশ। কিন্তু শুরু দিকে সাকিব আল হাসানের ব্যয় বহুল ওভারের পর ম্যাচ যে হেলে গেছে তা আর নিজেদের দিকে দোলাতে পারেনি স্বাগতিকরা। মুস্তাফিজ, মেহেদীদের প্রবল চেষ্টার পরও ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় সফরকারীরা। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এগিয়ে বাংলাদেশ।

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে বাংলাদেশ। জবাবে এক ওভার বাকি থাকতেই তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করে মুস্তাফিজ।

এর আগে ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ৪৮ রানে সাকিব আল হাসান হ্যাজেলউডের বলে উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডকে ক্যাচ দেন। ২৬ বলে ১৫ রান করেন তিনি। আর ১১তম ওভারের শেষ দুই বলে দলীয় ৫১ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহানকে হারায় বাংলাদেশ। দুজনকেই শূন্য রানে এলবি করে পরের হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান স্পিনার মিচেল সোয়েপসন। তবে নিজের পরের ওভারে প্রথম বলে কোনো উইকেট না পাওয়ায় তা আর হয়নি।

পর পর দুই ওভারে নাঈম ও আফিফ হোসেনকে হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ। ১৫তম ওভারে সোয়েপসনের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করা নাঈম। ৩৬ বলে ২টি চারে ২৮ করেন তিনি। আর পরের ওভারে ১৭ বলে ২০ রান করা আফিফ অ্যাশটন অ্যাগারকে উইকেট দিয়ে আসেন। তরুণ প্রতিভাবান শামীম হোসেনও কিছু করতে পারেননি। ব্যক্তিগত ৩ রানে অ্যান্ড্রু টাইয়ের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন।

তবে শেষদিকে এসে টাইগারদের ১০০ রানের কোটা পূরণ করতে সাহায্য করেন মেহেদী হাসান। তিনি ১৬ বলে একটি চার ও একটি ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে টাইয়ের শিকার হন তিনি। ইনিংসের শেষ বলে টাইয়ের তৃতীয় শিকার হন শরিফুল ইসলাম।

কালের আলো/টিআরকে/এসআইএল