অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিতঃ 4:35 pm | August 07, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সেই সিরিজে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে টাইগারদের এটি প্রথম সিরিজ জয়।

শনিবার (৭ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ খেলায় অসিদের মোকাবেলা করবে টাইগাররা।

অস্ট্রেলিয়ার একগাদা শর্ত পূরণ করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কড়া নিরাপত্তায় চলমান এই সিরিজে এখন পর্যন্ত টাইগারদেরই জয় জয়কার। সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে অজিদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে এবং তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

অবশ্য সিরিজ শুরুর আগে বাংলাদেশ সমর্থক তথা বাংলাদেশের লক্ষ্য হয়তো ছিলো ভালো খেলা। মাঠে গড়ানোর আগে কৌতুহলি সমর্থকদের প্রশ্ন ছিলো, এবার কি অজিদের বিপক্ষে প্রথম জয়টা পাবো! অবশ্য সমর্থকদের এমন ভাবনায় দোষ ছিলো না। কারণ অপর পক্ষের বিশ্বসেরা বোলিং লাইন আপ আর দুর্দান্ত সব ব্যাটারের বিপক্ষে জয়ের ভাবনাটা ভাবা বোধহয় ‘অন্যায়ই ছিলো’।

সে যাই হোক না কেন চতুর্থ টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহতই রাখতে চায় লাল-সবুজের পতাকাধারীরা। তা তো চাইবেই। কেননা এই সংস্করণে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। শেষ ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে তারা। এর আগে ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে এর আগে এত ধারাবাহিক ছিলো না টাইগাররা।

অন্যদিকে, সময়টা মোটেও অজিদের পক্ষে যাচ্ছে না। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে ঢাকায় এসেছে তারা। এখনও ঘুরছে হারের বৃত্তে। শেষ ৫ ম্যাচের মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ওয়েড-মার্শরা।

এদিকে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল পরাজয়ের বৃত্ত থেকে বের হতে বদ্ধ পরিকর। সিরিজ খোয়ালেও তারা এখন হোয়াইটওয়াশ এড়াতে পরিকল্পনা আটঁছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: বেন ম্যাকডারমোট, ম্যাথু ওয়েড(অধিনায়ক), মিচেল মার্শ, মোসেজ হ্যানরিকুইস, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস।

কালের আলো/টিআরকে/এসআইএল