ঐতিহাসিক সিরিজ জয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের অভিনন্দন
প্রকাশিতঃ 11:17 pm | August 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার (৬ আগস্ট) রাতে পৃথক অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
একই সঙ্গে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
এর আগে মঙ্গলবার ও বুধবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।
কালের আলো/আরএস/এমএইচএস