ক্রিকেট দলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের অভিনন্দন
প্রকাশিতঃ 10:31 pm | August 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীর মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সাফল্যে ক্রিকেটারসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।
বুধবার (০৪ আগস্ট) পৃথক বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
একই সঙ্গে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার (০৩ আগস্ট) সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সেটাই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
কালের আলো/আরএস/এমএইচএস