অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিতঃ 5:54 pm | August 03, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ঘরের মাঠে প্রথম কোন টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে ফর্মের তুঙ্গে আছে টাইগাররা। তাই নিজের মাঠে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ।

সিরিজ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন ওপেনারে নাইম বা সৌম্য কোন কারণে খেলতে না পারলে টাইগারদের উদ্ধোধনী ব্যাটার হিসেবে দেখা যাবে সাকিব বা লিটনকে। জিম্বাবুয় সফর শেষে সৌম্য এখন ফিট আর নাইমও ফর্মে আছেন। তাই অধিনায়কের চিন্তার কারণ হবে না ওপেনাররা।

নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরিতে থাকায় ম্যাথু ওয়েডের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে অজিবাহিনী। অন্যদিকে, যথারীতি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বেই মাঠে নামবে টাইগাররা।

একনজরে দুই দলের আজকের সম্ভাব্য একাদশ:

অস্ট্রেলিয়া: জস ফিলিপে, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি/মইসেস হেনকিক্স, ম্যাথু ওয়েড (অধিনায়ক/ উইকেটরক্ষক),অ্যাশটন টার্নার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাশটন আগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

কালের আলো/আরএস/এমএইচএস