অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সফর স্থগিত করল ইংল্যান্ড

প্রকাশিতঃ 8:41 pm | August 02, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুশীলনের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর–অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সে সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের। আপাতত সেটি হচ্ছে না। এমনটি জানাচ্ছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

অক্টোবরে পাকিস্তানেও যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। সেটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এ নিয়ে।

এতে করে আইপিএলের বাকি অংশে যাওয়ার পথটা সুগম হলো ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য। আগামী সেপ্টেম্বরে ১৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল।

মূলত আইপিএলের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর।

ডেইলি মেইল ও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়রা যেন আইপিএলে খেলতে পারেন, সেই কারণেই স্থগিত করা হয়েছে বাংলাদেশ সফর। আসলে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে যখন বাংলাদেশে সফর ছিল, সেই সময় সংযুক্ত আবর আমিরাতে হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। যেহেতু মরুর দেশেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই আইপিএলকে বেছে নিয়েছে ইসিবি।

কালের আলো/টিআরকে/এসআইএল