বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড
প্রকাশিতঃ 2:16 pm | August 02, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের অধিনায়ক নির্বাচিত করেছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের চোটের কারণে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক নির্বাচিত হয়েছেন ম্যাথু ওয়েড।
সোমবার (২ আগস্ট) শেষ দিনের মতো প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টায়।
নেতৃত্ব নিশ্চিত হওয়ার পর ৩৩ বছর বয়সী ওয়েড জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার সম্ভাব্য ব্যাটিং অর্ডার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার মনে হয়, আমি মিডল অর্ডারে ব্যাট করব।
কিপার-ব্যাটসম্যান ওয়েড এর আগে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্কোয়াডে থাকা আরেক কিপার অ্যালেক্স ক্যারি একাদশে থাকলে স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবেই মিডল অর্ডারে খেলবেন ওয়েড।
এদিকে, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে না ফাস্ট বোলার রাইলি মেরিডিথকে। তাঁর বদলে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ঢুকেছেন তাসমানিয়ার তরুণ ফাস্ট বোলার নাথান এলিস।
কালের আলো/আরএস/এমএইচএস