রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

প্রকাশিতঃ 1:08 pm | August 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে ২০১৯ সালে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একই বছর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও মালিবাগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব হামলার সঙ্গে জড়িত দুই ব্যক্তি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১ আগস্ট) রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে সোমবার (২ আগস্ট) পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

তবে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি। এ ছাড়া পল্টন ও খামারবাড়ি এলাকার দুটি পুলিশ বক্সের পাশ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়। হামলার ধরন ও আলামত দেখে তখন সিটিটিসির কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছিলেন, এসব ঘটনার সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত।

কালের আলো/আরএস/এমএইচএস