এবার পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরের নামে মামলা
প্রকাশিতঃ 10:51 am | July 31, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন র্যাব-৪ এর একজন কর্মকর্তা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। পল্লবী থানার ডিউটি অফিসার এসআই অনয় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অনলাইন টেলিভিশিন ‘জয়যাত্রা টেলিভিশন’- এর বৈধ কাগজপত্র না থাকায় এবং বেশকিছু অনুনোমোদিত সম্প্রচার কাজে ব্যবহৃত ডিভাইস ব্যবহার করার অভিযোগ করা হয় এজাহারে। এছাড়া জব্দ করা বেশ কিছু আলামত হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ জুলাই রাতে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযানের পর গুলশানের নিজ বাসা থেকে ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়। পরদিন ৩০ জুলাই র্যাব বাদি হয়ে রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
আর হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে উদ্ধার করা মদ, ওয়াকিটকি, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়ার বিষয়ে বন্যপ্রাণী আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।
কালের আলো/ডিএসকে/এমএম