তিন জেলায় নতুন ৩ উপজেলা
প্রকাশিতঃ 2:59 pm | July 26, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
দেশে আরও তিনটি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হচ্ছে মাদারীপুর, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায়।
সোমবার (২৬ জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি জানান, মাদারীপুরের ডাসার ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাকে উপজেলা করা হচ্ছে। এছাড়া কক্সবাজারে ঈদগাঁও নামে একটি উপজেলা গঠন করা হচ্ছে।
কালের আলো/ডিএসকে/এমএম